• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরের ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৭:০৩ অপরাহ্ণ
উজিরপুরের ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

নাজমুল হক মুন্না, উজিরপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদারের নের্তৃত্বে ব্যতিক্রমী আয়োজনে আওয়ামীলীগের অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা ৫ শতাধিক মোটারসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে।

২৮ সেপ্টেম্বর সকাল ৮টায় সানুহার বন্দর থেকে শুরু করে বামরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা করে এবং বিভিন্ন বাজারে গাড়ী থামিয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন। পরে ১০ টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানে যোগদান করেন।

বিভিন্ন রং বেরং এর পোষাক পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহন করেন। গানে গানে মুখরিত ছিল শোভাযাত্রা। স্বনামধন্য ইউপি চেয়ারম্যানের এ আয়োজনে উজ্জিবিত হওেয়ছেন নেতাকর্মীরা।

তিনি প্রতিবেদককে জানান আওয়ামীলীগের সরকার প্রধানমন্ত্রী বাচঁলে আমরা বাচঁবো। আওয়ামীলীগের সুখে দুখে পাশে থেকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নিরলস ভাবে মানুষের সেবা করে যাবো এবং ডিজিটাল ইউনিয়ন করার প্রতিশ্রতি দেন। কোন অপশক্তিকে ছাড় দেয়া হবেনা।