• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে জমি দখল নিয়ে সংঘর্ষ : আহত ৯, আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৩, ২০২৪, ২০:১৮ অপরাহ্ণ
ইন্দুরকানীতে জমি দখল নিয়ে সংঘর্ষ : আহত ৯, আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানীতে জমি দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নয়জন আহত ও একজন আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্বাস এবং জাহাঙ্গীরের সাথ বিরোধ থাকায় কয়েকবার শালিশ বৈঠক করা হয়। শালিশদারদের অমান্য করে উভয় গ্রুপের মধ্যে চলছে জমি দখলের প্রতিযোগীতা। বৃহস্পতিবার হারুন হাওলাদার ও ইলিয়াছ হোসেনের নেতৃত্বে বহিরাগত লোক এনে জমি দখলের চেষ্টা করেন। তখন উভয় পক্ষ উত্তোজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, ব্যবসায়ী ইলিয়াছ, নাঈম, সজিব অপর পক্ষের সফিজউদ্দিন, রানী বেগম, আয়শা বেগম, শিমুল বেগম গুরুত্বর আহত হয়। আহতদের পিরোজপুর সদর ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশে অভিযান চালিয়ে মো: আব্বাসকে আটক করে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।