আমতলী প্রতিনিধি ॥ আমতলীতে রবিবার উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এ মেলার আযোজন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহন করেন।
পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান মোসা. মনিরা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: আবুল কালাম সামসুদ্দিন সানু, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উল হক মিলন, আমতলীর সিনিয়র সাংবদিক ও সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এমএ সাঈদ খোকন প্রমুখ।
আলোচনা শেষে অতিথি বৃন্দ আমতলী উপজেলা পরিষদ মাঠে তিন দিন ব্যাপি অনুষ্ঠিত উন্নয়ন মেলায় অংশগ্রহন করা উপজেলার বিভিন্ন দপ্তরের স্টল ঘুরে দেখেন।