আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে রাতের অন্ধকারে আগুন দিয়ে দোকন ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দোকান পুরে মালামালসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য তারিকাটা গ্রামের শ্রীকান্ত দাসের ছেলে সচিন্দ্র দাসের সাথে তার চাচাত ভাই দীপঙ্কর দাসের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
এ দ্বন্দ্বের জের ধরে একাধিকবার মামলার ঘটনাও ঘটে। সচিন্দ্র দাসের অভিযোগ মঙ্গলবার গভীর রাতে দীপঙ্কর দাসের নেতৃত্বে নীল কমল, সুদেব দাস,কার্তিক দাস দোকান ঘরে আগুন দেয়।
অগ্নিকান্ডের ফলে দোকানটি সম্পূর্ন ভস্মিভূত হয়ে একটি ফ্রিজ, ১টি টিভি, ৩টি ডিজেল চালিত মেশিনসহ দোকের মালামালসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে আমতলী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সচিন্দ্র দাস অভিযোগ করে বলেন, আমার চাচাত ভাই দীপঙ্কর দাসের সাথে দীর্ঘ দিন ধরে আমার পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
এ দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার গভীর রাতে তার নেতৃত্বে নীল কমল, সুদেব দাস,কার্তিক দাস দোকান ঘরে আগুন দেয় । আগুনে আমার প্রায় ৭ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়েছে।
আমি এর বিচার চাই। অভিযুক্ত দীপঙ্কর দাস অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না।
আমাকে হয়রানি করার জন্য এ অভিযোগ করা হচ্ছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#