বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আমতলীতে ব্যবসায়ী নিয়াজ মোর্শ্বেদ তনয়ের আত্মহত্যা প্ররোচনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়। এতে শত শত মানুষ অংশ নেয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘নিয়াজ মোর্শ্বেদ তয়নকে আত্মহত্যার প্ররোচনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।