• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১৫:০৪ অপরাহ্ণ
আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরগুনার আমতলীতে পুকুরের পানিতে ডুবে মাঈশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার খেকুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি খেকুয়ানী গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, মাঈশা পরিবারের সকলের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিক স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জায়েদ আলম ইরাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।