আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ আমতলীতে প্রাথমিকে অধ্যয়ন রত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিক্ষা পদক প্রতযোগিতা ২০২৩ বুধবার সকাল ১০টায় আমতলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম এম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না অফরোজ মনি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম।