আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে ‘যুব নেতৃত্বে জলবায়ু কার্যক্রমের বাধাঁ এবং সমাধান বিষয়ক’ এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এনএসএস (নজরুল স্মৃতি সংসদ)ও ওয়ার্ল্ড ভিশন এসমাবেশের আয়োজন করে। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তারেক হাসান।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, সমবায় কর্মকর্তা মো. জগলুল হায়দার, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার সুরভী বিশ্বাস ও যুব নেতা মুক্তা রানী প্রমুখ। সমাবশে শতাধিক যুবকরা অংশগ্রহন করে। সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।