• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘন: বরিশালে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত মে ২২, ২০২৪, ১৮:৫৪ অপরাহ্ণ
আচরণবিধি লঙ্ঘন: বরিশালে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে দুই হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীকে এ জরিমানা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান।

দণ্ড পাওয়া চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল সাবেক উপজেলা চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নির্বাহী হাকিম হাসনাত জাহান বলেন, আঠা দিয়ে এক প্রার্থীর পোস্টার দেয়ালে, বৈদ্যুতিক খুঁটি ও ঘরের বেড়ায় সাটানো অভিযোগ পাওয়া যায়।

পরে উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা থেকে মালিকান্দা এলাকায় পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেলে কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নিজ খরচে পোস্টারগুলো তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিক চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমানের প্রতিনিধি অধ্যাপক অলিউর রহমান জরিমানার অর্থ পরিশোধ করেন বলে জানান নির্বাহী হাকিম।