মঠবাড়িয়া প্রতিনিধি : আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি (IHWS) এর ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার ০২ বৎসরের জন্য (২০২১-২০২৩) এ কমিটি ঘোষণা করা হয়।
পিরোজপুর জেলা কমিটিতে মোঃ সরোয়ার হোসেন সভাপতি, এমাদুল হক রিপন সাধারণ সম্পাদক ও আবুল হাসানাত রিপন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে উপদেষ্টা মন্ডলী নির্বাচিত হয়েছেন ওয়ালী উল্লাহ বিন আঃ হামিদ (কাউখালী) মোঃ নুর উদ্দিন (পিরোজপুর), বখতিয়ার হোসেন খোকন (পিরোজপুর), চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (কাউখালী), মোঃ কামরুল ইসলাম ফকির (পিরোজপুর) ও লাভলু জোমাদ্দার (মঠবাড়িয়া)।
পিরোজপুর জেলা কমিটিতে সমন্বয়ক (কো-অর্ডিনেটর) নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার লাকী (পিরোজপুর)।
অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন (পিরোজপুর), মোঃ নুরুজ্জামান খোকন (কাউখালী ও মোঃ মিলন শেখ (পিরোজপুর)।
সহ-সভাপতি কাজী সায়েম (পিরোজপুর) মোঃ কামাল উদ্দিন শেখ (পিরোজপুর), গোলাম রব্বানী ছগীর (মঠবাড়িয়া), কাজী শরিফুল ইসলাম (পিরোজপুর) ও সোনিয়া আক্তার (মঠবাড়িয়া)।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন শেখ (পিরোজপুর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ (কাউখালী), সুরাইয়া আক্তার হেপী (পিরোজপুর), মোঃ কামরুল ইসলাম (মঠবাড়িয়া), মোঃ সাজ্জাদ হোসেন (নেছারাবাদ)।
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ কামাল (মঠবাড়িয়া) ফরিদ উদ্দিন মান্নু (কাউখালী), মোঃ এনছান উদ্দিন (পিরোজপুর), মাহফুজা আক্তার মিলি কাউখালী), মোঃ নাজমুল ইসলাম (পিরোজপুর), মোঃ আশরাফুল ইসলাম (পিরোজপুর) ও মোঃ নাইম ইসলাম (নেছারাবাদ), যুগ্ম দপ্তর সম্পাদক মুকুল খানম (কাউখালী), যুগ্ম প্রচার সম্পাদক মোঃ জালিস মাহমুদ (কাউখালী), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির (পিরোজপুর), যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন খান (পিরোজপুর), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আসলাম সানী (পিরোজপুর), যুগ্ম শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা চৈতি (কাউখালী), শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা রোজি (মঠবাড়িয়া), যুগ্ম শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ শান্তা ইসলাম রেশমা (পিরোজপুর), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আহমেদ (পিরোজপুর), যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পার্থ প্রতিম মৃধা (কাউখালী), সমবায় বিষয়ক সম্পাদক দেব দুলাল হাওলাদার (মঠবাড়িয়া), যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শামীম রিগান (ইন্দুরকানী), ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মেহেদী হাসান (পিরোজপুর), যুগ্ম এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ শাহাদাত হোসেন (মঠবাড়িয়া), বন ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (পিরোজপুর) যুগ্ম বন ও কৃষি বিষয়ক সম্পাদক বাদল দাস (পিরোজপুর), চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাজিমুজ্জামান নাজিম (পিরোজপুর), যুগ্ম চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ (পিরোজপুর), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এম এ রাজ্জাক হাওলাদার (পিরোজপুর), যুগ্ম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ তালুকদার (মঠবাড়িয়া), ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন গাজী (কাউখালী), যুগ্ম ক্রিয়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম (নাজিরপুর), যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম (পিরোজপুর), যুগ্ম যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা ফকির (মঠবাড়িয়া), বানিজ্য বিষয়ক সম্পাদক মাকসুদ খান মনেচ (মঠবাড়িয়া), যুগ্ম বাণিজ্য বিষয়ক সম্পাদিকা আইরিন মাহমুদ (পিরোজপুর), শিল্প বিষয়ক সম্পাদক মিরাজ মাহমুদ (মঠবাড়িয়া), যুগ্ন শিল্প বিষয়ক সম্পাদিকা সিরাজুম মুনিরা ইভা (পিরোজপুর)।
নির্বাহী সদস্যরা হলেন, রোমেনা আক্তার (পিরোজপুর), মোঃ জিল্লুর রহমান (ভান্ডারিয়া) বিশ্বজিৎ মন্ডল (নাজিরপুর), মোঃ জাকির শেখ (নাজিরপুর), রেকসোনা আক্তার (পিরোজপুর), ফারজানা ইসলাম (পিরোজপুর), বাপ্পী বোস (পিরোজপুর), সবুজ মৃধা (কাউখালী) ও বাকী বিল্লাহ তানভীর (কাউখালী)।
কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম আকন পিরোজপুর জেলা কমিটিকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে অভিনন্দন জানান। তিনি বলেন, আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পিরোজপুর জেলা কমিটি দিতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকুরিয়া আদায় করছি।
কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম শামীম পিরোজপুর জেলা কমিটিকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে অভিনন্দন জানান। তিনি বলেন, খুব শীঘ্রই পিরোজপুরে সব উপজেলা কমিটি সম্পন্ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ সামসুল কবির শামীম পিরোজপুর জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আর্তমানবতার সেবায় সমগ্র বাংলাদেশে খুব শীঘ্রই কমিটি করতে সক্ষম হবো।
একতা মানবতা সেবা এই মুলমন্ত্রে সংগঠনের লক্ষ উদ্দেশ্য বাস্তবায়নে একটি সুন্দর সমাজ উপহার দিবে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি। সে জন্য দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।